Last Updated: Tuesday, May 7, 2013, 16:33
কংগ্রেসের জাতীয় ছাত্র সংগঠন এনএসইউআই-এর মুম্বই শাখার প্রধান সুরজ সিং ঠাকুরকে জনসমক্ষে নগ্ন নাচের অপরাধে সাসপেন্ড করা হল। গত মাসের ১৪ তারিখ মুম্বই শহরতলির কানদিভলি অঞ্চলে একটি পার্টি চলাকালীন মদ্যপ অবস্থায় নগ্ন হয়ে ক্যামেরার সামনে নাচ শুরু করেন সুরজ সিং ঠাকুর। সুরজকে অনেকবার কংগ্রেসের শীর্ষনেতাদের সঙ্গে দেখা গেছে। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সঙ্গে সুরজের ছবিও অনেকবার প্রকাশিত হয়েছে।